রায়পুরায় ১২ গ্রামের পারাপারে বাঁশের সাঁকো
হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি : নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার সংলগ্ন স্হানে আড়িয়াল খাঁ নদীর উপর সেতু না থাকায় ১২ টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা ইজারাদারের নির্মিত বাশেঁর সাকোঁ। সেতু নির্মাণ না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকায় এবং শুষ্ক মৌসুমে বাশেঁর সাকোঁতে নদী পার হতে হয়। এতে করে নৌকা ডুবির মতো দূর্ঘটনা ও ঘটছে। এ নদীর উপর দিয়ে প্রতিদিন রাধাগঞ্জ, নয়াচর, মাকাল্লা, কামালপুর, লেটারবর, সৃষ্টিগর, সৈকারচর, জানখারটেক, কাজিয়ারা,চৈতান্যাসহ প্রায় ১২ টি গ্রামের লোকজন আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত বাঁশের সাকোঁ দিয়ে চলাচল করে।
এ সকল এলাকার লোকজন তাদের দৈনন্দিন প্রয়োজনে মোটরসাইকেল, বাইসাইকেল, পায়ে হেঁটে যাতায়ত করেন। কিন্তু সেতু না থাকায় নদী পারাপার হওয়ার সময় তাদের বিপাকে এবং ঝুঁকিতে চলাচল করতে হয়। তা ছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে আনা নেওয়ার ক্ষেত্রে বিপাকে থাকেন ।
স্থানীয় এলাকাবাসী জানান, সেতু নির্মাণের কথা শুনে আসছি দীর্ঘদিন যাবৎ কেন যে হচ্ছে না তাও জানি না। সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বানিজ্যসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে আমাদের অঞ্চলের মানুষ। তা ছাড়া প্রতিবার বাশেঁর সেতুটি পারাপারের সময় ৫ টাকা করে ভাড়া দিতে হয়। পথচারী কামাল হোসেন বলেন, নয়াচর থেকে রাধাগন্জ বাজারে ৩- ৪ বার আসতে হয় প্রতিদিনই অনেক টাকা দিতে হচ্ছে। তার পরও মাথায় নিয়ে নিত্য পন্যসামগ্রি নিতে হয়। অনেক কষ্ট করতে হচ্ছে। তা থেকে পরিত্রাণ চাই। এতে করে আর্থিক ভাবে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট এলাকাবাসী ।
উন্মূলকূড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য বি এন আফজাল হোসেন বলেন, এই বাশেঁর সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়ত ঘটে। বর্ষাকালে নৌকায় যাতায়তের সময় ছাত্রছাত্রীরা প্রায়ই দূর্ঘটনার শিকার হয়। আদিয়াবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ বলেন, সেতু না থাকায় আমরা নয়াচরবাসিদের রাধাগঞ্জ বাজারে আসতে হলে কুঠির বাজার ব্রীজ হয়ে আসতে হয়। আমরা অনেকবার বিভিন্ন দ্বারপ্রান্তে গিয়েছি কিন্তু কোনো সুফল পাইনি। দ্রুত এই খানে একটি সেতু নির্মাণের জন্য মাননীয় এম পি মহোদয় সংশ্লিষ্ট কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি।
ভুক্তভোগী জাবেদ মিয়া বলেন, সেতু না থাকায় মোটরসাইকেল নিয়ে আমাদের ৫ কিলোমিটার ঘুরে আসতে হয়। আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: সেলিম বলেন, এই আড়িয়াল খাঁ নদীর উপর সেতু না থাকায় নদীর তীরের দুই পাড়ের লোকজন অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এলকাবাসীর দীর্ঘদিনের দাবী এখানে একটা সেতু নির্মাণ করার।
এ বিষয়ে রায়পুরা উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না জানান, সেতুটির সমীক্ষা যাচাই ও সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। বর্তমানে সেতুটি যে প্রকল্পের অন্তরভূক্ত সেই প্রকল্পটি প্ল্যানিং কমিশনে আছে। সেখান থেকে পাশ হওয়ার পর ড্রয়িং ডিজাইন হবে। এরপর টেন্ডার প্রক্রিয়ায় যাওয়া হবে।
তিনি আরো বলেন গত মার্চ মাসে এ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারনে কারনে এটি বিলম্বিত হচ্ছে।”(সম্পাদকের বার্তা: এই প্রতিবেদনটি করেছেন প্রতিবেদক হারুনুর রশিদ ।এই অঞ্চলের অন্যায়,অনিয়ম অথবা সামাজিক কাজের তথ্য দিতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন(০১৯১২৫২৭০৫১/০১৭১৭৭৩৭২৬৬)”