ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বিদ্যালয়ে বই ও বুকসেল্প বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 13, 2020 - 1:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 151 বার

আরিফুল ইসলাম জয় কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদে ১৩/১২/২০২০, রবিবার ইউনিয়নের ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সোনাহাট, সোনাহাট বালিকা, ভরতেরছড়া, দক্ষিণ ভরতের ছড়া, গনাইরকুটি, সড়কপাড়া, ১নং ছিট পাইকের ছড়া, চর বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) এ ১৫ টি করে মুক্তিযোদ্ধা বিষয়ক বই ও ১ টি করে বুকসেল্ফ প্রদান করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান আলি মোল্লা নিজে উপস্থিত থেকে বিতরণ করেন। তিনি যানান এল জি এস পি ৩ এর ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট থেকে তিনি প্রাথমিক বিদ্যালয়কে উপহার দেন। সোনাহাট সপ্রাবি এর প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ জানান, তিনি চেয়ারম্যান এই উপহার পেয়ে খুশি হয়েছেন এবং এই মহৎ চিন্তাধারার জন্য জন্য চেয়ারম্যান কে ধন্যবাদ দেন।