আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর কার্যকরী সভাপতি হেলাল মাহমুদে ভাইয়ের মৃত্যুতে শোক
হাকিকুল ইসলাম খোকন : আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ ও মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী এক বিরৃতিতে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদে বড় ভাই সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা বোয়ালখালী পোপাদিয়া সৈয়দ বাড়ীর সৈয়দ শামশুদ্দীন মাহমুদ গত ২৭ ডিসেম্বর রবিবার সকালে ১০টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন )।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮১)একাশি বছর। ২৭ ডিসেম্বর বাদ এশা বোয়ালখালীর পোপাদিয়া তাঁর স্ব-গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয় ।
মৃত্যুকালে তিনি সহধমীনি,১ তনয় ,২ তনয়াসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ।