ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রামে চরাঞ্চলের বাসিন্দাদের শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 11:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 109 বার

আরিফুল ইসলাম জয়, স্টাফ রিপোর্টার : কুড়িগ্রামে চলতি শীত মৌসুমে জেঁকে বসেছে শীত, জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে কমে শৈতপ্রবাহ বিরাজ করছে জেলাটিতে। শীতে সব থেকে কষ্ট ভোগ করছে কুড়িগ্রাম জেলার ৪২০টি চরের বাসিন্দা । এসব চরবাসীর কষ্ট কিছুটা লাঘব করতে কুড়িগ্রামো দুদিন ধরে চরাঞ্চলের বাসিন্দারের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে “কনকর্ডিয়া প্যাসিফিক গার্মেন্টস লিমিটেড” নামের একটি সংগঠন ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে জেলা সদরের চর কুড়িগ্রামর ধরলা সেতু সংলগ্ন এলাকায় সহস্রাধিক চরের বাসিন্দাদের মাঝে শীতের পোশাক বিতরণ করে সংগঠনটি । এর আগে গত বুধবার (২৬ ডিসেম্বর) জেলা সদরের কবিরাজ পাড়াস্থ এলাকায় পাঁচ শতাধিক এবং পাটেশ্বরীর মৌবাজার সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতের পোশাক হিসেবে হুডি, সোয়েটার, জ্যাকেট, রেইনকোট, শিশুদের স্লিপিংক্লোথ, সহ বিভিন্ন ধরনের এয়ার প্রুভ ও ওয়াটার প্রুভ বস্ত্রসামগ্রী এসময়কালে বিতরণ করা হয়। সুবিধাভোগী ব্যক্তিরা শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণকালে সার্বিক সহযোগিতা করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর কুড়িগ্রাম টিমের সদস্যরা ।

শীতের পোশাক বিতরণের সময়, সংগঠনটির পক্ষে গার্মেন্টস কর্মকর্তা মিজানুর রহমান, ইমরান হোসেন এবং গ্রীন ভয়েস কুড়িগ্রাম শাখার সভাপতি রাইসুল ইসলাম নোমানসহ সদস্যরা উপস্থিত ছিলেন ।