ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৮ অপরাহ্ন

বগুড়া ধুনট উপজেলা মুজিব চত্বর নান্দনিক সৌন্দর্যে সাজতে যাচ্ছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 3:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

ধুনট, বগুড়া থেকে মোঃ হেলাল উদ্দিন সরকারঃ নান্দনিক সৌন্দর্যে সাজতে যাচ্ছে ধুনট উপজেলা মুজিব চত্বর। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক উপকমিটির সদস্য, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমপি পুত্র প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনির ব্যক্তিগত অর্থায়নে ও তত্ত্বাবধায়নে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত মহোদয়ের সার্বিক সহযোগিতায়, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে চলছে সবুজের সমারোহ সৃষ্টির চেষ্টা।

ইতিমধ্যে মুজিব চত্বর সংলগ্ন পুকুর পাড় সংস্কার,চতুর পার্শে পাড় ও দেওয়াল নির্মাণ,চারপাশে ফুলের গাছ লাগানো হয়েছে।এক কথায় নান্দনিক সৌন্দর্যে সাজতে যাচ্ছে ধুনট উপজেলা মুজিব চত্বর।যে গাছ গুলো লাগানো হচ্ছে বটল পাম্প ও ফক্সেটেইল গাছ, বগুড়া সবুজ নার্চারী থেকে গাছ গুলো আনা হয়েছে।মুজিব চত্বরে মোট ৮০ টি গাছ লাগানো হবে।

ইতিমধ্যে প্রথম কিস্তিতে ৩০ টি গাছ আনা হয়েছে।আজ সকালে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাথে থেকে গাছ গুলো লাগানো হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক আলিম আল রাজি বুলেট,যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সাংবাদিক এস এম ফজলে রাব্বী শুভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম মিঠু,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা, ধুনট পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজীবুজ্জামান রাজীব,ধুনটের জনপ্রিয় শিল্পী মিলন মাহমুদ সহ আরো অনেকে।

বগুড়া ধুনট উপজেলা মুজিব চত্বর নান্দনিক সৌন্দর্যে সাজতে যাচ্ছে