ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী পৌর নির্বাচনে বেসরকারী ভাবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 28, 2020 - 11:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমের মাধ্যমে সুষ্ঠ ভাবে ভোট গ্রহন শেষে ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। 

বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল অনুয়ায়ী, ৭ হাজার ৭ শত ৫০ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মুরতুজা সরকার মানিক ভোট পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট। অপরদিকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী খাজা মইন উদ্দীন (নৌকা ) পেয়েছেন ৩ হাজার ৪ শত ৬০ ভোট,বিএনপি মনোনিত প্রার্থী সাহাদৎ আলী ( ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।

সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ফুলবাড়ী উপজেলার পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রারামানিক ।

নির্বাচনে ২৭ হাজার ৯ শত ৩১ ভোটারের মধ্যে, ২১ হাজার ২ শত ৮৯ ভোটার অংশ গ্রহন করেছেন। যা ৭৬ দশমিক ১ শতাংশ। এর মধ্যে ৫১ টি অপ্রদত্ত ভোট রয়েছে।

সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। করোনা ও শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করে। শুরুতে ভোটার কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষ ভোটাররা তাদের পছন্দনীয় প্রার্থীদের ভোট প্রদান করেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ আনসারের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের সদস্যদের টহল করতে দেখা গেছে। এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ট্রাইকিং ফোর্সের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন ।

পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর পদের বিপরীতে ২৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ২৭ হাজার ৯৩১ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৩হাজার ৫শত ৫২ জন ও নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৩শত ৭৯ জন।