‘ভারতের জয়টি ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক’
খেলা ডেস্ক : আগের ম্যাচে ৩৬ রানে অলআউট, দলের চারজন নিয়মিত খেলোয়াড়কে হারানো, ম্যাচ চলাকালীন আরেকজনের ছিটকে পড়া, দীর্ঘদিন ধরে ঘরের বাইরে বায়ো বাবলের মধ্যে থাকা এবং সবশেষ টস হেরে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের কঠিন চ্যালেঞ্জ পাওয়া- মেলবোর্ন টেস্টে নিজেদের পক্ষে তেমন কিছুই পায়নি ভারত।
তবু ম্যাচ শেষে জয়ী দলের নাম ভারত; তাও কি না মাত্র আড়াইদিনের মধ্যে ৮ উইকেটের বড় ব্যবধানে। সকল নেতিবাচকতাকে দূর করে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারী ভারত। এখন শেষ দুই ম্যাচের ওপর নির্ভর করছে এ সিরিজের ভাগ্য।
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর মতে, শুধু তাদের দেশের নয় বরং বিশ্ব ক্রিকেটের ইতিহাসেই এটি অন্যতম সেরা কামব্যাকের ঘটনা।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমার মতে, এটা ভারতের ক্রিকেট; না, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা কামব্যাকের একটি। এটা নিশ্চিতভাবেই সেরা কামব্যাকের তালিকায় থাকবে।’
শাস্ত্রী আরো যোগ করেন, ‘মাত্র ৩৬ রানে অলআউট হওয়া এবং তিনদিনের মধ্যেই পাল্টা আঘাত করতে প্রস্তুত হয়ে যাওয়া সত্যিই অসাধারণ। ছেলেরা এমন প্রত্যাবর্তনের জন্য পূর্ণ কৃতিত্ব প্রাপ্য। তারা সত্যিকারের ক্যারেক্টার দেখিয়েছে এই ম্যাচে।’
এসময় ভারতীয় কোচকে জিজ্ঞেস করা হয়, গত ম্যাচে ৩৬ রানে অলআউট হওয়ার পর কী কথা হয়েছিল ড্রেসিংরুমে? উত্তরে তিনি বলেন, ‘কোনো কথাই হয়নি।
আমার মতে, মেলবোর্নের আসার পর, ঘুরে দাঁড়ানোর জন্য এ জিনিসটাই প্রয়োজন ছিল। অ্যাডিলেইডে অনেক ইতিবাচক বিষয় ছিল। কিন্তু দিন শেষে আমরা হেরেছিলাম, এটাই সত্য।’
‘(অ্যাডিলেইডে) দ্বিতীয় ইনিংসে মাত্র এক ঘণ্টার মধ্যে আমরা উড়ে গেলাম। এমন যখন হয়, তখন এটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। এ অবস্থায় একটা কাজই করার থাকে, উঠে দাঁড়ানো এবং লড়াই করা; যেটা আমরা এ ম্যাচে করেছি। অস্ট্রেলিয়ার মতো দলকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানোর জন্য এক-দুইদিন ভাল খেললে হয় না। আপনার পাঁচটা দিনই ভালো করতে হয়।’