ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৩ ম্যাচ জিতেই ফাইনালে গল, ৬ ম্যাচ জিতেও বাদ কলম্বো 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 10:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 187 বার
খেলার খবর : কলম্বো কিংসকে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে গেছে গল গ্ল্যাডিয়েটর্স। রোববার প্রথম সেমি-ফাইনালে কিংসদের ২ উইকেটে হারিয়েছে গল।
গ্রুপ পর্বে ৮ ম্যাচের ৬টিতে জয়লাভ করে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছিল কলম্বো। অন্য দিকে ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছিল গল। নেট রান রেটেও কল্যাণে কোনো মতে সেমি-ফাইনালে খেলার সুযোগ পায় তারা। কিন্তু সেমি-ফাইনালে জিতে ফাইনালে উঠে যায় গল আর বিদায় নেয় কলম্বো।
টসে হেরে প্রথমে ব্যাট করে ড্যানিয়েল বেল-ড্রামোন্ডের ৭০ রানের কল্যাণে ২০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান করে কলম্বো।
১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে এক বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গল। দলের অধিনায়ক ভানুকা রাজাপাক্ষে ৩৩ ও ধনঞ্জয়া লাকশান অপরাজিত ৩১ রান করেন। এছাড়া শেহান জয়সুরিয়া ২২ ও আজম খান ২১ রান করেন।
দ্বিতীয় সেমি-ফাইনালে আজ মুখোমুখি হবে ডাম্বুলা ভাইকিংস ও জাফানা স্ট্যলিয়ন্স। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে।
সূত্র: কালের কণ্ঠ