কিশোরগঞ্জে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ভূমিহীনদের জন্য আশ্রায়ন -২ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী ঘাটের সন্নিকটে সন্ন্যাসী পড়া গ্রামে কাজের অগ্রগতি পরিদর্শনের সময় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে কিশোরগঞ্জ উপজেলায় বরাদ্দকৃত ১৪০ টি ঘরের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক হাফিজুর রহমান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী অফিসার মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগম, বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু প্রমুখ।এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ “পালন উপলক্ষে সরকার উদ্যোগ নিয়েছেন কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকেন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।আর উপজেলা নিবার্হী অফিসারের কঠোর নজরদারিতে অনিয়ম রোধে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ন প্রকল্পের কাজ।