ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খোলা চুলে উষ্ণতা ছড়ালেন মোনালি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 6:27 pm
  • পঠিত হয়েছে: 96 বার

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর পরিবারের সঙ্গে পাড়ি জমিয়েছেন দুবাইতে। সমুদ্রসৈকতে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন তিনি। দেখা মিলল একদমই নতুন অবয়বে।

সমুদ্রের উপযুক্ত পোশাক পরা হয়নি বলে একটু আফসোস হচ্ছে বটে, তবে তাতে কী যায় আসে! সমুদ্রের বিস্তৃতিকে দু’হাত তুলে গ্রহণ করব না? ছবি ও ক্যাপশনেই ধরা পড়ল মোনালির এই মনোভাব।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন মোনালি। যেন মেরিলিন মনরোর সেই বিখ্যাত ফটোগ্রাফের ভঙ্গিমায় উদ্দাম হাওয়া ও দামাল জলের তোড়ের থেকে বাঁচতে স্কার্টটিকে শক্ত করে ধরে রেখেছেন তিনি। লাল কালো ফ্লোরাল স্কার্টের উপর কালো টপ ও খোলা চুলে জলের মাঝে দাঁড়িয়ে মোনালি।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কোনও রকম পরিকল্পনা ছাড়া সমুদ্রে বেড়াতে আসা! আর তার পরে‌ই এই সব শুরু হয়েছে। ভাবলাম, জলকে আমার পা ছুঁয়ে দেখতে দিই’।

হ্যাশট্যাগে যা লেখা, তার ভাবার্থ করলে দাঁড়ায়, ‘সমুদ্রসৈকতের জন্য উপযুক্ত পোশাক পরিনি। তাতে আর কীই বা যায় আসে’। সঙ্গে রয়েছে, সমুদ্রের প্রতি প্রেম নিবেদন।