ক্ষমতা নয়, জনতার কল্যানে কাজ করছে সরকার – আইসিটি প্রতিমন্ত্রী পলক
রাজু আহমেদ, নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ক্ষমতা নয়, জনগনের কল্যানে কাজ করছে সরকার। বঙ্গবন্ধু বাংলাদেশ কে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার তা বাস্তবায়ন করছে।
বিগত দিনে নৌকার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। ৩৭ বছর চলনবিলের মানুষ পিছিয়ে ছিলো। গ্রামে গ্রামে বিদ্যুত ছিলো না, কুষকরা সার পায়নি। সারের জন্য কৃষকদের রক্ত দিতে হয়েছে।
সাড়ে ৭ কোটি শিক্ষার্থীদের বিনামূল্য বই উপহার দিচ্ছে। ইউনিয়ন পর্যায় সরকার ডিজিটাল সেবার ব্যবস্থা করেছে। অনলাইনে মানুষ সেবা গ্রহন করছে। সরকার স্বচ্ছ উপায়ে করোনাকালিন সময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রদান করেছেন। ডিজিটাল বাংলাদেশের কারনে মানুষ ঘরে বসে সেবা পাচ্ছে। প্রযুক্তি শিক্ষায় তরুন প্রজন্মকে শিক্ষিত করছে সরকার। প্রযুক্তিতে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে, সে সম্ভবনা তৈরি হয়েছে। সাড়ে ৪ লক্ষ তরুন তরুনী ফ্রিল্যান্সার করছে, বিদেশী মুদ্রা অর্জনে সহায়তা করছে। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। বিশ্বে ২০ তম রাষ্ট্রে পরিনত হয়েছে।
তিনি আরো বলেন, ১৬ বছর সিংড়া পৌরসভা পিছিয়ে ছিলো। বর্তমান মেয়র ফেরদৌস বিগত ৫ বছরে উন্নত, নিরাপদ সিংড়া উপহার দিয়েছে। করোনা, বন্যার সময় মানুষের পাশে ছিলো। সিংড়া পৌর এলাকায় মানুষের মৌলিক চাহিদা পুরন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে, ফ্রি ওয়াই ফাই জোন হয়েছে।
প্রতিমন্ত্রী বুধবার সকাল ১১ টায় উপজেলা
ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সিংড়া পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।
এর আগে দলীয় কার্যালয় থেকে
একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।