ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়া পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 12:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

মোঃ হাচিবুর রহমান, (নড়াইল) প্রতিনিধি: আসন্ন তৃতীয় ধাপের পৌর নির্বাচন উপলক্ষে কালিয়া পৌরসভার বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন আজ বুধবার(৩০শে ডিসেম্বর) দুপুর ১২ টায় কালিয়া উপজেলা নির্বাচন অফিসে, তিনি তার মনোনয়নপত্র নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার এর কাছে কাছে জমা দেন।

এসময় বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, গত নির্বাচনে ন্যায় এবারও আমি সতন্ত্র প্রার্থী ঘোষণা করলাম এবং আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব যেটা চলতি সময়ে করে আসছি। উল্লেখ্য, গত নির্বাচনে ফকির মুশফিকুর রহমান লিটন চামচ প্রতীকে স্বতন্ত্র ভাবে নির্বাচন করে ৩৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। কালিয়া পৌরসভা ভোটার সংখ্যা ১৬৩৮৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১৪৭মহিলা ৮৩৩৬জন।