ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইসরায়েলের শেলবিয়া বিশ্বের সেরা সুন্দরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 11:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 199 বার

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধিঃ-২০২০ সালের বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরীর তালিকায় শীর্ষে রয়েছেন ১৯ বছর বয়সী ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া।

সম্প্রতি ‘টিসি ক্যান্ডলার’র ম্যাগাজিনের জরিপে বিশ্বের সুন্দরীদের তালিকা নিয়ে একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। ভিডিওটি প্রকাশ করার পর থেকে ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

বার্তা সংস্থা দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনের জানা যায়, জরিপে বিশ্বের ১০০ সুন্দরীকে পেছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নেন ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া। তালিকায় ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা অভিনেত্রী গাল গ্যাডোটকে পেছনে ফেলে এ খেতাব জিতে নেন শেলবিয়া।

এই তালিকায় আরও আছে সেলিনা গোমেজ, এমা ওয়াটসনসহ ভারতের প্রিয়াঙ্কা চোপড়ার নামও। রয়েছেন উইঘুর মুসলিম নারীও। এ ছাড়া রয়েছেন বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীরা।

১৫ মিনিটের ওই ভিডিওটিতে তালিকার সুন্দরী নারীদের পরিচয় ও অবস্থান বর্ণনা করা হয়।

২৯ ডিসেম্বর মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে স্থানীয় গণমাধ্যমকে শেলবিয়া বলেন, ‘আমি কখনই কোনো কিছুতেই প্রথম আসিনি। এটা খুব সুন্দর।’

শেলবিয়া বর্তমানে ইসরায়েলের বিমানবাহিনীতে কাজ করছেন। তিনি ইসরায়েল পোশাক সংস্থা রেনুয়ার এবং কিম কারদাশিয়ানের ‘কেকেডব্লিউ’এর মডেল হয়ে কাজ করেছেন।

এর আগে বিশ্ব সুন্দরীর তালিকার ২০১৭ সালে ১৪তম, ২০১৮ সালে তৃতীয় এবং ২০১৯ সালে দ্বিতীয় স্থানে ছিলেন এই সুন্দরী।