ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জের কৃতিসন্তান গুলশান থানার এসআই কামরুল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 11:14 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কৃতিসন্তান গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম (৩৩) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের কাছে দ্রুতগতির একটি বাস কামরুল ইসলামকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান গুলশান থানা পুলিশের এ উপপরিদর্শক। বিমানবন্দর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো.শহিদুল্লাহ জানান, কামরুলকে গাড়ি চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। তবে এখনো গাড়িটি শনাক্ত করা যায়নি।

কামরুল ইসলাম সপরিবার গুলশান থানার কাছে ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ও একটি কন্যাসন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে হরিনা বাগবাটি ইউনিয়নে বাড়ি । বাগবাটি স্কুলে লেখা পড়া শেষে সিরাজগঞ্জ সরকারি কলেজ লেখাপড়া করেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন বলে জানা যায়। তার সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর পেয়ে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।