ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৩৪ অপরাহ্ন

ভার্চুয়াল ২০২১ সালের বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 1:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

ন্যাশনাল ডেক্স : দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানটি বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন তিনি।

করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। প্রতিবছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি বই উৎসবের উদ্বোধন করেন সরকারপ্রধান। ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে ২৩ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে কয়েক জন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন পরে মাধ্যমিক পর্যায়ে কয়েক জন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এর মধ্যে মাধ্যমিকের ১৪ জন এবং প্রাথমিক স্তরের ৯ জন শিক্ষার্থী।

এ দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তে আয়োজিত বই উৎসবে সকাল ৯টায় শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল এর মাধ্যমে সকাল সাড়ে দশটা দিকে উক্ত অনুষ্ঠানে যুক্ত হন।

বই উৎসবে আরো উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মাহবুবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিবিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই ছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক ও ৩০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।