ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জয়পুরহাটে ধারের টাকা চাওয়ায় দেবরের ছেলের হাতে চাচি খুন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 3:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ ৩১ ডিসেম্বর,২০জয়পুরহাট শহরের খনজনপুর পুর্বপাড়া এলাকায় মাছুমা বেগম নামে এক গৃহবধুকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ভাতিজা রাবিকুল হাসান টিটু। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। এদিকে হত্যাকারী টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান, সকালে গৃহবধু মাছুমা বেগম তার দেবরের ছেলে টিটুকে হাওলাত দেওয়া দুই হাজার টাকা ফেরত চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে টিটু তাকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মাছুমার মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।