ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩৭ অপরাহ্ন

নিজে মামলার হাত থেকে বাঁচতে ইয়াবা দিয়ে স্ত্রীকে ফাঁসালো লম্পট স্বামী!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 1:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 135 বার

সাকিব হাসান চৌধুরী সাম্যগা, ইবান্ধা জেলা প্রতিনিধি :যৌতুকের মামলা থেকে রক্ষা পেতে হাওয়াই মিঠাইয়ের ভেতর সুকৌশলে ইয়াবা দিয়ে স্ত্রীকে মাদক মামলায় ফাঁসিয়েছে স্বামী জিহাদুল ইসলাম জনি।

রোববার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের নশরতপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শামছুন্নাহার বেগম তারা।

তিনি এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের কাছে এর প্রতিকার ও দোষী জিহাদুল ইসলাম জনির শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হয়রানির শিকার অসহায় শামছুন্নাহার বেগম তারা উল্লেখ করেন, ২০১৮ সালের ২ মে পারিবারিকভাবে গাইবান্ধা পৌর এলাকার পলাশপাড়ার বাবু মিয়ার ছেলে জিহাদুল ইসলাম জনির সাথে যৌতুক না নেয়ার শর্তে চার লাখ টাকা দেনমোহরে তার বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী জনি চার লাখ টাকা যৌতুক দাবি করে। এতে অস্বীকৃতি জানালে শামছুন্নাহারের উপর নেমে আসে অমানুষিক নির্যাতন।