ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৯:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই বিতরণ শুরু।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 3:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

ধুনট বগুড়া সংবাদদাতা মোঃ হেলাল উদ্দিন সরকারঃ করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশে এবার কোন বই উৎসব না হলেও শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সরকারি নির্দেশনা মোতাবেক ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের শুভ সূচনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রভাষক জিন্নাতুল ইসলাম, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান,জাহাঙ্গীর আলম,গৌতম কুমার সাহা, বি এম ফারুক, আলী আজগর জাহিদুল ইসলাম,আহসানুল হক ও সহকারী গ্রন্থাগারিক রুবিনা আক্তার।

সরকারি বিধি অনুযায়ী মাধ্যমিক স্তরে প্রতি শ্রেণিতে তিন ভাগ করে বই বিতরণ করতে হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১২ দিনে এই বই বিতরণ করতে পারবে। প্রতি শ্রেণির শিক্ষার্থীদের তিন ভাগে ভাগ করে পৃথক পৃথক দিনে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব মেনে বই বিতরণ করতে বলা হয়েছে।