ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোলায় ৪ লাখ শিক্ষার্থী পাচ্ছে নতুন বই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 3:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 104 বার

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লাখ শিক্ষার্থীর মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূলে ৪৭ লাখ নতুন বই বিতরণ শুরু হয়েছে। তবে করোনা মহামারীর কারণে এ বছর বই উৎস পালিত হয়নি।

ভোলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার সকাল ১০টা থেকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন বই বিতরণ করেছেন শিক্ষকরা।জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, করোনা মহামারীর কারণে এ বছর জেলার বিদ্যালয়গুলোতে কোন বই উৎসব পালিত হয়নি। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পাঠিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো স্কুল থেকে বই নিয়ে যাবে।

এদিকে সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। তারা জানায়, বই পেয়ে তারা খুব খুশি। এ বছর বিদ্যালয়ে ক্লাস শুরু হলে তারা আগের মতো স্কুলে আসবে।

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ্ জামাল জানান, সরকারি নির্দেশনা মেনে তারা যথাযথ সামাজিক দূরত্ব বরাজ রেখে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন। যেসকল শিক্ষার্থী আসতে পারেনি তারা কিংবা তাদের অভিভাবকরা পরবর্তীতে স্কুল থেকে বই সংগ্রহ করতে পারবে।

এদিকে অভিভাবকরা জানান, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে নতুন বই পেয়ে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যাবে।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর জেলায় প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪ লাখ ৯ হাজার শিক্ষার্থীকে ৪৭ লাখ ৮৩ হাজার নতুন বই দেয়া হবে।