ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দৌলতখানে সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 134 বার

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করে সরকার। তারই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলার সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের মাঝে শনিবার সকাল ১০ টায় বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।

শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুন স্যার ও সহকারী প্রধান শিক্ষক নুরন্নবী স্যার ।

এসময় প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুন স্যার বলেন সরকারি সিদ্ধান্ত হলো করোনার জন্য এবার একেকটি শ্রেনির শিক্ষার্থীদের তিন দিন করে বই বিতরন করা। সেজন্য আজ প্রথম ধাপে ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে সবাইকে বই দেওয়া হবে।

এদিকে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।এসময় শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানায় । এসময় শিক্ষার্থীরা জানান করোনা’র জন্য পঞ্চম শ্রেনির শেষের দিকে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা অনেক পিছিয়ে পড়েছে। তারা আরো জানায় আশা করি এবছর পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আগের মতো ঠিকমতো নিয়মিত পড়াশোনা করবো।