ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক জনি আহমেদ নির্বাচিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 5:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 130 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী বেলা ১২টায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

প্রেস ক্লাবের উপদেষ্টা উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তি মোঃ আব্দুস সাত্তারের সভাপতিতে এবং উপদেষ্টা শাহজামাল ও নূরুন নবীর এর পরিচালনায় নির্বাচনী সভায় মোঃ তোফাজ্জল হোসেন ( ৭১ বাংলা টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক সানশাইন) তৃতীয়বারের মত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনি আহমেদ (দৈনিক ইত্তেফাক ও দৈনিক আলোকিত সকাল)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ জাবেদ আলী (দৈনিক সকালের সময়), মোঃ সেলিম রেজা ডালিম (দৈনিক চাঁদনী বাজার), অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন (দৈনিক নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক মোঃ সাহান সা (দৈনিক জবাবদিহি), ক্রীড়া সম্পাদক রতন কুমার (দৈনিক লাল গোলাপ), কার্যকরী সদস্য মোঃ নরুন নবী (দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক নবচেতনা), মোঃ রাসিকুল ইসলাম (দৈনিক সোনার দেশ)সহ ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন শেষে উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দন জানান।