ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সীতাকুন্ডের তাহের-মনজুর কলেজের নতুন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 14, 2020 - 5:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 157 বার

চট্টগ্রাম প্রতিনিধি : সীতাকুন্ড উপজেলাধীন ‘ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজ’-এ গত ১ নভেম্বর ২০২০, রবিবার অধ্যক্ষ পদে যোগদান করেন মুকতাদের আজাদ খান। তিনি এর পূর্বে আবুল কাসেম হায়দার মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এবং লরিয়েট কলেজে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের কৃতি ছাত্র মুকতাদের আজাদ খান শিক্ষকতা পেশায় আসেন ২০০৩ সালে। তাঁর জন্ম ১৯৭৭ সালে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
প্রসঙ্গত, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের পিতার নামানুসারে ১৯৯১ সালে তাঁর পরিবারের উদ্যোগে তাদের বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয় ‘হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।’ বিদ্যালয়টি সন্দ্বীপে ফলাফল বিবেচনায় একাধিকবার প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, তিনি ২০১৩ সাল থেকে সম্পাদনা করছেন ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’। মুকতাদের আজাদ খান ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১২ বছর দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন। গত ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার প্রস্তাব-সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতভাবে হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হন তিনি।