দক্ষিণ সুনামগঞ্জে দ্বিগুন অর্থ আদায়ের প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন
মুরাদ মিয়া, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সহকারী স্যাটেলমেন্ট অফিসারের অফিস কর্তৃক অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাধারন মানুষের নিকট হতে প্রিন্ট পর্চায় নির্ধারিত হারের চেয়ে দ্বিগুন অর্থ আদায়ের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের ভূক্তভোগী জনসাধারনের উদ্যোগে বীরগাঁও পূর্বপাড়া খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে ইউনিয়নের বেশ কয়কটি গ্রামের ভূক্তভোগী লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,পূর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালেক উদ্দিন,হাজী আব্দুল জব্বার,সজ্জাদুর রহমান,মো. দিলোয়ার হোসেন,আব্দুস ছত্তার,ফয়জুদ্দিন,ওয়াজ নুর,নুরুল আমীন,আব্দুল শাহার,রেজাক উদ্দিন,ফাতেনুর,মো. আব্দুল হামিদ,মখলিছ মিয়া প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ সুনামগঞ্জ স্যাটেলমেন্ট অফিসে কিছু অসাধু র্দূনীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা সাধারন জনগনের নিকট হতে প্রতিটি প্রিন্ট পর্চা দেয়ার ক্ষেত্রে সরকারের নির্ধারিত একশত টাকার পরিবর্তে দ্বিগুন অর্থ আদায় করছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে সিলেট জোনাল অফিসে যোগাযোগ করে ও এই স্যাটেলম্যান অফিস থেকে কোন প্রতিকার পাননি ভূক্তভোগীরা। অবিলম্বে যাদের নিকট হতে অতিরিক্ত অর্থ নিয়েছেন তা ফিরিয়ে দেয়ার পাশাপাশি বাকি পর্চায় যেন আর কোন অতিরিক্ত অর্থ আদায় করা না হয় সেজন্য সরকার ও প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষ ঐ সমস্ত র্দূনীতিবাজদের দ্রুত অপসারণের দাবী জানান।
এ ব্যাপারে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সহকারী স্যাটেলমেন্ট অফিসার জ্ঞানময় দেওয়ান জানান,জনগনের মৌখিক অভিযোগ পাওয়ার পর সকল কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেয়া হয়েছে যে প্রতিটি প্রিন্ট পর্টায় সরকারের নির্ধারিত হারে হারে টাকা নেওয়া হবে। কোন কর্মকর্তা কিংবা কর্মচারী অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ও জানান।