ভাঙ্গায় নয়া উদ্দীপনায় বই উৎসব পালিত
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে নব উদ্দীপনায় জাতীয় বই উৎসব পালিত হয়েছে।
রবিবার সকালে ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন। এ সময় উৎসুক শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়েছে।