রাজশাহীর পবাতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
লিয়াকত রাজশাহী বুর্যোঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা কক্ষে এক স্মরণ সভার অনুষ্ঠিত হয়।
সভায় পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আয়েন উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজার, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, দামকুড়া থানা ওসি মাহবুব, কাটাখালী থানার ওসি এসএম মাসুদ পারভেজ, এয়ারপোর্ট থানার ওসি নূর-ই-আলম, উপজেলা কর্মচারি ক্লাবের সভাপতি দুরুর হুদা, পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুজ্জামান, সহকারি প্রোগ্রামার সেলিম রেজা, মফিদুল ইসলাম বাচ্চুসহ পবা উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রশাসনের দফতরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশকে মেধা শূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করে।
যারা আমাদের দেশকে স্বাধীন করার লক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করেছিলেন, তাদের পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে পারে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা অসম্ভব। তখন নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দূর্বল এবং পঙ্গু করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানী বাহিনী তাদের এ দেশিয় দোসরদের সহযোগিতায় বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। পরিশেষে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
সভার শেষে শহিদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।