লেখক রাজু আহমেদ সরকার
*****—-****
নারী তোমার মধ্যে আমরা,
অনাবিল স্বর্গ সুখ খুঁজি।
জ্বলন্ত অগ্নি শিখার মতো জ্বালিয়ে
তুমি পারো মানুষকে খাঁটি মানুষ বানাতে।
তোমার নেশায় আকৃষ্ট করে,
তুমি পারো মানুষকে মুক্তি দিতে,
নেশায় আসক্ত হতে।
হজম করতে পারো সব ব্যাথা হাসি মুখে,
মরা গাছে তুমি পারো ফুল ফুটাতে।
শিকর বিহীন গাছটিকে,
তুমি পারো প্রেমের পরশ ঢেলে,
জীবন্ত গাছের ন্যায় জীবন দিতে।
তীরে আটকে পরা জীবন তরীকে
তুমি পারো গতিশীল করে,
নতুন সূর্যের আলো দেখাতে।
নারী জগতে সবাই তোমার কাছে ঋণী,
তোমরা যুগিয়েছ যুগে যগে পুরুষের শক্তি।
নারীর স্বর্গ রুপ শক্তি ই পারে,
পুরুষের পৌরষত্ব জাগিয়ে মানুষ হিসেবে গড়ে তুলতে।