কবিতা “মন মানেনা”
কলমে-চৈতী চ্যাটার্জী
সুপ্ত ইচ্ছেগুলো না হয়
থাকুক খুব সংগোপন।
মনের আজ বদলে যাওয়া
খুব প্রয়োজন।
খুব যে আপন হঠাৎ করেই
আজ অচেনা।
চোখের পলক পরার আগেই
দিন বদলের শামিয়ানা।
কি জানি কি আবেগে
মন ভেসেছিল,
তাইতো আবার নতুন করে
দুঃখ পেলো।
ভয় নেই মন সবটাই
তুই সামলে নিবি।
নতুন ভাবে একলা হয়ে
পথ পেরোবি।
কিছু মানুষ জীবনেতে
হঠাৎ আসে।
নিজের মতো যত্ন
করে ভালোবাসে।
দিন বদলের স্বপ্ন
দেখায় যত্ন করে,
তারপর হঠাৎ করেই
মনের মাঝে বদল আসে।
পাশে থাকার ভরসা দিয়ে
হাতের মুঠোর বাঁধন খসে।
একলা মেয়ের একলা হওয়ার গল্প শুরু,
বুকের মাঝে অল্প কাঁপন
মনটা দুরুদুরু।
ভালোবাসার মানে বুঝি
দুখের মাঝে অবগাহন।
সত্যি বলছি ভালোবাসার
আজ আর নেই প্রয়োজন।