ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে যাত্রিবাহী লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 6:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 194 বার

মোঃ জাহিদুল ইসলাম, চাঁদপুর :  চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে যাত্রিবাহী লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা জব্দ ।

গত ০৩ জানুয়ারি ২০২১ তারিখ রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক যাত্রিবাহী লঞ্চ থেকে ২০ মন (৮০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান কমান্ডার চাঁদপুর লেঃ এম আসাসদুজ্জামান এ তথ্য জানান।

লেঃ এম আসাসদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি সম্পদ (ভোলার দৌলতখান থেকে ঢাকা সদর ঘাটগামী) যাত্রিবাহী লঞ্চে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ২,৪০,০০০টাকা মাত্র। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা শিফাত এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমানের এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়োমিত অভিযান অব্যাহত থাকবে।