ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “যত দোষ, নন্দ ঘোষ”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 4, 2021 - 7:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 734 বার

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

আমার নাম তো ছিল শুধুই
“দুই হাজার বিশ”
তোমরা সবাই যাচ্ছ বলে
বছর তো নয় — “বিষ”!
আমায় কেন এই অপবাদ!
বুঝতে পারি না,
অন্য জনের দোষের বোঝা
টানতে পারি না।
আলু -পেঁয়াজ -চালের বাজার
করলো গরম যারা,
তাঁদের টিকী যায়না ছোঁয়া
সুখেই আছেন তাঁরা!
ভুলে গেছো? পর্দা-বালিশ
কেলেঙ্কারির কথা…
ধান্দাবাজি করলো কারা?
কারা ছিলো হোতা?
করোনার ভুয়া সনদ,
মাস্ক নিয়ে কারসাজি
ওসব কাজে আমি তো নাই,
ধরতে পারি বাজি!
‘মহামারি’ কাদের পুঁজি?
নাম যাবেনা বলা,
নীরব হয়ে শুনবে শুধুই
‘চোরের মায়ের গলা…’
দেশ নামের এই ‘গাড়ির’ চালক
তোমরা জনগন
নিয়ম মেনে চালাও তারে
দিয়ে পুরো মন।
নিবিড় করে খুঁজতে হবে
কোথায় নিজের দোষ,
আর কিন্তু দায় নেবে না
কোনো ” নন্দ ঘোষ”!
কাজী আ. খ. ম মহিউল ইসলাম পরিবার পরিকল্পনা অধিদফতরে সাবেক মহাপরিচালক