ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৮ অপরাহ্ন

রাঙ্গুনিয়া ধামাইরহাট বাজার নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 6:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 219 বার

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া: আসন্ন ঐতিহ্যবাহী ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে নির্বাচন পরিচালনা পরিষদের মতবিনিময় সভা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ভি,এইড পাবলিক হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পরিষদের উপদেষ্টা ও দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। প্রধান অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের উপদেষ্টা ও লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য মো. হারুন’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি দিবাকর দাশ মান্না, সদস্য জসিম উদ্দিন তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ। সভায় প্রার্থীরা তাদের মত প্রকাশ করেন। সভা শেষে নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মিষ্টিমুখ করানো হয়।

উল্লেখ্য আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারী) ধামাইরহাট ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এরমধ্যে সদস্য পদে ইতিমধ্যেই ৪ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৮ পদে ২১ জন প্রতিদ্বন্ধী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বাজারের ৪৫৬ জন ভোটার তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে জানা যায়।