হাটহাজারীতে ব্রিজের তলার মাটি কাটায় দায়ে জরিমানা
সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে ব্রিজের তলার মাটি কেটে ব্রিজ ঝুঁকিপূর্ণ করার দায়ে আব্দুল মোনাফকে নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মোনাফ ওই এলাকার মরহুম গুন্ন মিয়ার ছেলে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।
ইউএনও রুহুল আমীন বলেন, মনিয়াপুকুর এলাকার পূর্ব দিকের সোনাই কুল মিয়াজী মসজিদের সংলগ্ন রাস্তার উপর একটি ব্রিজের নীচ থেকে মাটি কেটে ব্রিজ ঝুঁকিপূর্ণ করার কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি কাটা বন্ধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে তাকে নির্দেশ দেয়া হয়।