ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 6, 2021 - 6:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট জেলার, মোংলায় পৌরসভার নিবার্চনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী শিউলি আকন’র আনারস প্রতীকের পক্ষে প্রচারণার জন্য নির্ধারিত সময়ের চেয়ে বেশী সময় মাইক ব্যাবহারের জন্য তিন হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় কর্মী আরিফ(৩১) কে শিউলি আকনের আনারস প্রতিকের পক্ষে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর। আচরণ বিধিতে উল্লেখ আছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যাবহার করা যাবে নির্বাচনি প্রচারনায় ।
আগামী ১৬ জানুয়ারী মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন উপলক্ষে তৈরী বিভিন্ন অফিস পরিদর্শন করে সবাইকে সতর্ক করেন । পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন হয় এমন ব্যানার ও ডিজিটাল ফেস্টুন ও প্রতিক নামিয়ে ফেলেন এবং আচরণ বিধির বই প্রার্থীদের হাতে তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট