সরকার পতনের আন্দোলন শুরু হবে ভোট ডাকাতি হলে: শামীম,
মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার : বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল বর্তমান সরকার। চসিক নির্বাচনে ভোট ডাকাতি হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।
তিনি মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, মানুষ যাতে নির্বিঘে ভোট কেন্দ্রে আসতে পারে নির্বাচন কমিশনকে তার নিশ্চয়তা দিতে হবে। চসিক নির্বাচনের জন্য আমরা
শতভাগ প্রস্তুত। ভোটের অধিকার রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়ে যাবো। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশের নির্যাতিত জনগণ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, মো. মিয়া ভোলা, এড. আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দার মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, শামসুল আলম, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মোহাম্মদ আলী, মাহবুবুল আলম, এড. মফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল।