শিল্প শহর নওয়াপাড়ায় একদিনে ১০০ মোটরসাইকেল জব্দ
সোহেল রানা, যশোর প্রতিনিধি:- শিল্প শহর নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১০০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার( ৬ জানুয়ারি)দিনব্যাপী অভিযান চালিয়ে নিবন্ধনহীন সহ বিভিন্ন অনিয়মের কারণে ১৬টি মামলায় মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
অভিযানের নের্তৃত্বে থাকা যশোর জেলা সদর ট্রাফিকের টিআই আরিফ হোসেন জানিয়েছেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপাড়ার ভাঙ্গাগেট, বেঙ্গল রেলগেট, নূরবাগ ও স্বাধীনতা চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করা হয়।
এই সময় নিবন্ধনহীন ও কাগজপত্রে বিভিন্ন অনিয়মের কারণে ১৬টি মামলায় ১০০টি মোটারসাইকেল জব্দ করা হয়। পরে জব্দকৃত মোটারসাইকেল অভয়নগর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।।