রাজশাহীতে কারিতাসের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান
লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে বে-সরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে নগরীর ১৯ নং ওয়ার্ড চন্দ্রিমা বস্তি ও ভদ্রা রেলওয়ে বস্তির ১৯০ জন হতদরিদ্রদের মাঝে এককালীন অনুদান হিসেবে প্রত্যেককে ১৫০০০ টাকার মধ্যে প্রথম মাসে নগদ ৫০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বে-সরকারী সংস্থা কারিতাসের ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীব বৈচিত্র্যের সমন্বয় প্রকল্পের (সাফবিন) আওতায় হতদরিদ্রদের এককালীন নগদ অর্থ সহায়তা মূলক প্রদান করা হয়।
আজ ৬ জানুয়ারী বুধবার রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হতদরিদ্রদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
পরে এগুলো দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন বে-সরকারী সংস্থা কারিতাসের ক্ষুদ্র কৃষকদের খাপ খাওয়ানোর উপযোগী খামার ও জীব বৈচিত্র্যের সমন্বয় প্রকল্পের (সাফবিন) কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তাসহ এলাকার জনসাধারণ ও উপকার ভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বে-সরকারী সংস্থা কারিতাস তাদের সদস্যদের মধ্যে এসব নগদ অর্থ ও হাস-মুরগী এককালীন অনুদান হিসেবে প্রদান করেন।