ধুনট বগুড়া,২ শত ২ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের শুভ উদ্বোধন করলেন এম পি হাবিব
মোঃ হেলাল উদ্দিন সরকার, বগুড়া প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় ২ শত ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের শুভ উদ্বোধন করলেন শেরপুর ধুনটের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
১৪ ডিসেম্বর দুপুর ১২ টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ শত ২ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারের তালিকা সম্বলিত ব্যানারে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম,পৌর মেয়র এ জি এম বাদশাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম সহ শিক্ষক সাংবাদিক ও সুধীজন।