মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ জহিরুল ইসলাম
নবোদয় প্রতিবেদক : দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে’ অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন লে. কর্নেল মো: জহিরুল ইসলাম (অব.)।
এর আগে. গত ১ জানুয়ারি যোগদান করেন তিনি।
এদিকে গতকাল বুধবার (৬ জানুয়ারি) কলেজের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজ গর্ভনিংবডির সভাপতি আফরোজা খানমসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মজীবনে লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কর্মজীবনে তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রকল্প পরিচালক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এছাড়াও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বরেণ্য এই শিক্ষাবিদ শেরে বাংলা এ. কে. ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত মুজিববর্ষ সম্মাননা পদক-২০২০ সহ একাধিক সম্মাননা অর্জন করেন।