ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রাণ দিতে গিয়ে ডাকাতির শিকার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 1:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

ফয়সাল আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ডাকাত দল পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সদস্যদের কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার শীতবস্ত্র, ৬০ হাজার টাকা, ২০টি মোবাইল, দুটি ডিএসএলআর ক্যামেরাসহ অন্য মালামাল লুট করে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পথ শিশুদের ত্রাণ দিতে গিয়ে ডাকাতির শিকার হয়েছেন ‘পথশিশু কল্যাণ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের সদস্যরা। ডাকাতের হামলায় সংগঠনটির সদস্য জুয়েল আহমেদ আহত হয়েছেন।

বুধবার ভোর সকালে উপজেলার চাপরতলা-সালাম বাজারের মধ্যবর্তী তারাউল্লা এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাত দল সংগঠনটির সদস্যদের কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকার শীতবস্ত্র, ৬০ হাজার টাকা, ২০টি মোবাইল, দুটি ডিএসএলআর ক্যামেরাসহ অন্য মালামাল লুট করে নিয়ে যায় ।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন জানিয়েছেন, তারা সিলেট শাহজালাল ও শাহপরাণ মাজারে অসহায় ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের শীতবস্ত্র বিতরণের জন্য ভোর পৌনে ৫টায় পাঁচ লাখ টাকার শীতবস্ত্র নিয়ে যাচ্ছিলেন। ভোলাউক থেকে চাপরতলা দিয়ে রতনপুর যাওয়ার পথে তারাউল্লা এলাকায় মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতরা।

তিনি বলেন, ‘ডাকাতরা আমাদের সদস্যদের মারধর করে টাকা-পয়সা, মোবাইল ও শীতবস্ত্র লুটে নেয়। আমাদের সদস্য জুয়েল মালামাল নিতে বাধা দিলে তার হাতে চাকু মারে ও আঙুল কেটে যায়। তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন একটি অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।