ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 8:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

.ম. নাজাকাত হোসেন সবুজ ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট জেলার, ফকিরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) আর্থিক সহযোগীতায় নির্মিত প্রশাসনিক ভবনের ৩য় তলার উদ্বোধন ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ।

সহকারি অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব মো: সিদ্দিক আলী, সহকারি অধ্যাপক হুসাইন সায়েদীন, প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ওমর, প্রধান শিক্ষক খান জাহান আলী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য স. ম আব্দুর রব, ডা: গোলাম রব্বানী প্রমূখ।

এসময় বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।