ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ওয়ার্ড আ.লীগের আংশিক কমিটি ঘোষণা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 8:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 42 বার

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাজানগর ১, ২ ও ৩নং ওয়ার্ড আ.লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১নং ওয়ার্ড সভাপতি আবু বক্কর, সম্পাদক মো. ইব্রাহিম, ২নং ওয়ার্ড সভাপতি আবদুল মাবুদ তালুকদার, সম্পাদক আবদুর সালাম, ৩নং ওয়ার্ড সভাপতি আবদুর সালাম শিকদার, সম্পাদক মৌলানা নাছির উদ্দীন শিকদার নির্বাচিত হয়।

বৃহস্পতিবার(৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ধামাইরহাট ভি,এইড পাবলিক লাইব্রেরি হলে দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার’র সভাপতিত্বে এ কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য আগামী ১৫দিনের মধ্যে ৪১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা ইউনিয়ন আ,লীগের সভাপতি-সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।