মহেশখালী কুতুবজোমে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রকিয়ত উল্লাহ, মহেশখালী প্রতিনিধিঃ কুতুবজোমে উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহেশখালী, কুতুমজুম ইউনিয়নের, ঘূর্ণিঝড় শীর্ষক প্রকল্পের আওতায় রবিবার (১৩/১২/২০২০) “কুতুবজোম অফ-সোর উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র” মুজিব বর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার- ২ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক
এবং এলাকার জনগণ, জনপ্রতিনিধি,স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের, উপস্থিতিতে স্বাস্থ্য বিধিমেনে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকল্পের পূর্ণ কাজ বাস্তবায়িত করে এ বহুমুখি কাজের হস্তান্তর করেন।