ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্বকলোনীতে এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 8:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

মোঃ শহিদুল ইসলাম ( শহিদ), সিনিয়র স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ৮ জানুয়ারী শুক্রবার বিকাল ৫টায় আকবর শাহ থানাধীন বিশ্বকলোনীস্থ বায়তুল আকসা হাফেজুল কোরান মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র ও এলাকার দুঃস্থ নারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি ও মাননীয় তথ্যমন্ত্রীর মাতা অধ্যাপক এড. কামরুন নাহার বেগমের সভাপতিত্বে ও পৃষ্ঠপোষকতায় মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী ও এলাকার দুঃস্থ ৫০ জন নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে অধ্যাপক এড. কামরুন নাহার বেগম বলেন, মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসা উচিত। মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষকে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

এড. কামরুন নাহার বেগম সকলকে যার যার সাধ্যমত মানবিক দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান। শীতবস্ত্র বিতরণকালে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সাজেদা বেগম সাজু, সমাজ কল্যাণ সম্পাদক মো: হাসান মুরাদ, যুবমহিলা লীগ নেত্রী ফরিদা বেগম, পান্না আক্তার, রত্না আক্তার প্রমুখ।