ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নওগাঁর বদলগাছী পাহাড় পুর এ আগুনে পুরে নিশ্ব: পরিবার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 8:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

রহমতউল্লাহ আশিকুর জামান নুর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা বদলগাছী উপজেলার পাহাড় পুর বিশপাড়া আদিবাসী পল্লী তে হঠাৎ আগুনে সর্বস্ব পুরে নিশ্ব: পরিবার,নামতে হচ্ছে পরিবার নিয়ে রাস্তায়

৮ জানুয়ারী শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে হঠাৎ আগুন দেখাদিলে এলাকাবাসী প্রায় ৪৫ মিনিট ধরে আগুন নেভানোর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশপাড়া গ্রামের শ্রী মহন বাবু (৩৫)ও শ্রী রাশু বাবু (২৮) তাদের পরিবারের সর্বস্ব পুড়ে তাদের করুণ অবস্থা ।

তাদের রাখা জমানো সম্পদ নগত টাকা প্রায় ৪০ হাজার টাকা সহ যাবতীয় আগুনে পুরে শেষ বলে যানা য়ায়

তারা বলেন, আমরা গরীব ও অসহায় তার মাঝে আগুনে পুরে আমাদের সবকিছু শেষ বউ বাচ্চা নিয়ে এখন রাস্তায় নামতে হচ্ছে আমরা এর একটা মাথা গোজার ঠাই চাই।