ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বগুড়া ধুনট, একাধিক মাদক মামলার একাধিক আসামি আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 8, 2021 - 10:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার ধুনটে একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত ৪ মাদক কারবারিকে আটক করেছে ধুনট থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরন শাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে ৪টি মাদক মামলার আসামি সোহেল রানা (৩৯) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ৫টি মাদক মামলার আসামি রঞ্জু ওরফে বল্টু (৩৪),উপজেলার চিকাশী ইউনিয়নের সুলতান হাটা গ্রামের সিদ্দিক হোসেন এর ছেলে ২টি মাদক মামলার আসামি বুলবুল (৩৫) ও ধুনট সদর পাড়া এলাকার মংলা স্বর্ণ কারের ছেলে ১১টি মাদক মামলার আসামি আমিনুল ইসলাম আমু (৩৫)। থানার বরাতে জানা যায় আটককৃত মাদক কারবারিরা মাদক মামলায় পলাতক অবস্থায় দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকের ব্যবসা করছিলো।

গত ৭ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিচক্ষণ এস আই রুহুল আমিন, রিপন ও এ এস আই আব্দুস সালাম অভিযান চালিয়ে পৌর এলাকা হতে তাদের আটক করেন। এসময় তাদের নিকটে থাকা মাদক দ্রব্য জব্দ করেন।আটককৃত আসামিদের শুক্রবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে থানা হতে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।