ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রাইভেট কার থেকে ফেন্সিডিল উদ্ধার -আটক ৬

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 9, 2021 - 3:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 123 বার

মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রাইভেটকার থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৬জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কাউয়ার মোড় নামক স্থানে ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী কাউয়ার মোড় নামক স্থানে অবস্থান করলে, স্থানীয় মাদক ব্যবসায়ী মফু(৫২)প্রাইভেটকারের ভিতরে থাকা লোকদের মাঝে ২ বোতল ফেন্সিডিল তুলে দেন।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীর মফু (৫২) ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে প্রাইভেটকারের ভিতরে থাকা ২বোতল ফেনসিডিল ও ঢাকা মেট্রো গ-১১-৩৯৩৭ নম্বরের প্রাইভেট কারসহ ৬জনকে আটক করে থানা নিয়ে আসেন।

আটককৃতরা হলেন, জলঢাকা মাথাভাঙ্গা গ্রামের মৃত্যু আঃ গনির ছেলে ফিরোজুল (৪৩), জলঢাকা কলেজ পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০),ডিমলার ডালিয়া গ্রামের মৃত্যু বদরুল আলমের ছেলে জিয়াউর রহমান (৪০),রংপুর আসরতপুরের কে এম মোজাম্মেল হকের ছেলে আমিনুল হক (৪২), কিশোরগঞ্জ নিতাই কাছারিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে দুলাল হোসেন (৪০), রংপুর সদরের পালিচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সেলিম রেজা (৪৩), রংপুর আলহাজ্ব নগরে মৃত্যু বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।

উপ-পরিদর্শক(এসআই) শাহানুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ থানায় মামলা নম্বর ০৪/জিআর ০৪ এ আসামিদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।