আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তামিল অভিনেত্রীর স্বামী গ্রেফতার
তামিল টিভি অভিনেত্রী চিত্রার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল তাঁর স্বামীকে। মাত্র কয়েকদিন আগে জামাইয়ের বিরুদ্ধে তাঁর মেয়েকে মারধরের অভিযোগ এনেছিলেন অভিনেত্রীর মা। এর দু-একদিনের মধ্যেই গ্রেফতার করা হল অভিনেত্রীর স্বামীকে।
পুলিশ সূত্রগুলি অবশ্য জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে, অভিনেত্রীর মৃত্যু হয়েছে আত্মহত্যার জেরেই। খুব সম্ভবত আর্থিক সমস্যার জেরে আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রীর স্বামী হেমনাথের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হল তামিল অভিনেত্রী ভিজি চিত্রার ঝুলন্ত দেহ। ২৮ বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয় ছিল।
বুধবার নিজের হোটেলে ফিরেছিলেন তিনি। এরই মধ্যে সকাল বেলায় উদ্ধার হল ঝুলন্ত দেহ। সম্প্রতি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে তাঁর আশীর্বাদ হয়েছিল। তাঁর ফ্যানেরা বুঝতে পারছেন না কী এমন ঘটল, যে আত্মহত্যার রাস্তা বেছে নিলেন অভিনেত্রী।
অভিনয়ে ছাড়া নৃত্য ও টিভি সঞ্চালিকার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন চিত্রা। একটি সূত্র জানাচ্ছে, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী। তাঁর জেরেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, চলতি বছরে বড় পর্দার বেশ কয়েকজন স্টারের এমন আকস্মিক মৃত্যু ঘটেছে। যার জেরে কেঁপে উঠেছে সিনে জগত। সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে, সেই কেসের তদন্তও চলছে। এছাড়া কদিন আগেই ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় খ্যাত অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের মালাড পুলিশ। এরপরে ফের চিত্রার মৃত্যুতে সরগরম বিনোদন জগৎ।
সূত্র : কলকাতা নিউজ24