ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ওভারটাইম, ওয়েব সিরিজে এই প্রথম অভিনয় করলেন তানভীন সুইটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 11:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

স্টাফ রিপোর্টারঃ এক সময়কার খুব জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী তানভীন সুইটি নিয়মিত নাটকে অভিনয় করতেন। মাঝখানে বেশ লম্বা সময়ে তাকে কোন নাটক পাড়ায় দেখা যায়নি।

বর্তমান বাংলাদেশের নাটকে ওয়েব সিরিজে বেশ সমালোচনার ঝড় বইছে নাটক পাড়ায়, আবার বেশ কয়জনেও ভাইরাল হয়েছে এই ওয়েব সিরিজে অভিনয় করে।

তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় অভিনয় শিল্পী ও মডেল তানভীন সুইটি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘ওভারটাইম’। নাটকটি পরিচালনা করেছেন সামীর। বর্তমানে সিরিজটির শুটিং চলছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। এতে তানভীন সুইটি কেন্দ্রীয় একটি মূল চরিত্রে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজটির গল্প এবং চরিত্র দুটিই আমার বেশ আকর্ষণীয় হওয়াতে কাজটি আমি করছি। এটি একটি কর্পোরেট অফিসের ভেতরকার কিছু বিষয় নিয়েই গল্প তৈরি করা হয়েছে। আশা করছি এই ওয়েব সিরিজটি সবাই উপভোগ্য করবে। এছাড়াও তানভীন সুইটি জাহিদ হাসানের পরিচালনায় ‘পিছুটান’ নামের আরো একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

নাটকটি এখন বিটিভিতে প্রচার হচ্ছে এবং অভিনয়ের পাশাপাশি পাঁচ বছর পর টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী। পারিবারিক কিছু বিষয় নিয়ে একটি রিয়েলিটি শো তৈরি করছে আরটিভি। সেই রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করছেন সুইটি। পাশাপাশি তিনি এখন আগের মত বিজ্ঞাপনেও নিয়মিত হয়েছেন তিনি।