ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে ১১ তম কালের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 2:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ কালের কণ্ঠ’র প্রকাশ ১০ জানুয়ারি এবং জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি। সাহস ও বিশ্বাসকে ধরে রেখে জাতি গঠনে কাজে লাগাতে কালের কণ্ঠ’র আবির্ভাব৷ সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল মির্জাপুরে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা কালের কণ্ঠ’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা সকাল ১১ টায় শুরু করে । শোভাযাত্রা, মাস্ক বিতরণ ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি উদযাপন করেছে পত্রিকাটির পাঠক ফোরাম “শুভসংঘ” মির্জাপুর উপজেলা কমিটি।

রোববার (১০ই জানুয়ারি) মির্জাপুর প্রেস ক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। এছাড়াও মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, মির্জাপুর প্রবীণ আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হিতেশ চন্দ্র পুলক, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সিয়াম), ৩ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী আলমগীর মৃধা প্রমূখ সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।