ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মুজিব কর্নার উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 11, 2021 - 3:38 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 254 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে মুজিব কর্নারের উদ্ধোধন করা হয়েছে। রবিবার দুপুর (১২.৩০) কলেজ ক্যাম্পাসে মুজিব কর্নার উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সরকারী কলেজ কর্তৃপক্ষ । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি।

জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলনের পর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে মুজিব কর্নানের উদ্ধোধন করেন এবং তাদের পুষ্পস্তবক ও ক্রেস্ট দিয়ে বরন করা হয়।কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে ও প্রভাষক মো. ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভুমি) মীর্জা মো. জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সালমা আক্তার (শিমুল), সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, সাবেক জিপি সদস্য খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ (উজ্জল), সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র (পূলক), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি, মো. মাজহারুল ইসলাম (শিপলু), যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, সাবেক ভিপি মো. আবু আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাদ্দাম হোসেন ও সাধারণত সম্পাদক সিয়াম, সরকারি কলেজের সকল বিভাগের সম্মানিত প্রভাষক বৃন্দ এবং সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও মির্জাপুর কলেজ শাখার সভাপতি মোবারক ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সহ কলেজের স্কাউট দলের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।