ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ভোলার দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 15, 2020 - 1:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 97 বার

মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি : জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ভোলার দৌলতখানে প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) দৌলতখান শাখা। আজ মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে মানববন্ধন করেছে।

সেখানে ভাষাণী মঞ্চে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক হালদার , বরিশাল ( বাসমাশিস) আঞ্চলিক কমিটির সদস্য দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ

এসময় তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা। তাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত করেছে তাদেরকে প্রতিহত করতে সকলকে একত্রিত হওয়ার আহবান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদ উল্লাহ , দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম , দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া পারভিন